এনড্রয়েড এর সময়ে
এসে যাদের Symbine ফোন ভালো লাগে না
তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই টিউন এর সকল সফটওয়্যার Nokia S60
V5 এর জন্য।
(১) মনিটর এর
স্টাইল পরিবর্তন করুনঃ
প্রথমেই আপনার ফোন কে দিন এনড্রয়েড এর মত রুপ। সেজন্য দরকার SPB
MblileShell 3.7.2 সফটওয়্যার টি। এটি ইন্সটল করুন, লাইচেঞ্চ কী
দিন, লাইচেঞ্চ কী ডাউনলোড করা জিপ ফাইল এর মধ্যে আছে। এখন আপনার ফোনের স্টাইল টা
হয়ে যাবে এই রকম...
আপনার ইচ্ছা মত
লেআউট পরিবর্তন করে নিতে পারেন।
ডাউনলোড করুন এখান
থেকে। Size: 6.3 mb
এছাড়া অন্য একটি
সফটওয়্যার দিয়েও আপনি মনিটর এর স্টাইল পরিবর্তন করতে পারবেন। এটার নাম Vhome। এটা ব্যবহার করলে কোন লাইচেঞ্চ দিতে হবে না।
দেখতে নিচের ছবির মত হবে।
(২) আবার আসুন একটু
সঙ্গীত মনা হওয়া যাক। যারা ফোনে গান শুনতে ভালবাসেন তাদের জন্য একটি অসাধারণ
অ্যাপ্লিকেশান শেয়ার করব। আমি LCG Juckbox 2.70 কথা বলছি। অন্যান্য প্লেয়ার থেকে আটির বিশেষত্ব
হচ্ছে অসাধারণ বেস। পূর্বেকার গান শোনার অভিজ্ঞতা থেকো সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা
পেতে এটি ব্যবহার করতে পারেন।
যারা আগে এটি
ব্যবহার করেছেন তাদেরকে বলছি আটাতে লাইচেঞ্চ নিয়ে কোন ঝামেলাই পড়তে হবে না।
কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাবে না।
(3) শুধু MP3
শুনলেই কি আর হয়, মাঝে মাঝে ভিডিও দেখার ও তো
প্রয়োজন পড়ে। হা হা হা, সেজন্য আছে Smart Movie Player
4.1।আটির সাহায্যে ফুল স্ক্রীন
ভিডিও দেখতে পারবেন। এর সাউন্ড ও পিকচার কুয়ালিটি ও জটিল এসে। কি ভহাবছেন?
লাইচেঞ্চ? সেটাও আছে, আগে থেকেই অ্যাক্টিভ করা আছে, শুধু ইন্সটল করুন।
(4) এবার একটা অদ্ভুত সফটওয়্যার এর কথা বলব। আপনি
ঘুমিয়ে আছেন অথবা মিটিং এ আছেন অথবা কোন জরুরি কাজে বাস্ত আছেন। কিন্তু আপনার ফোন
টা রিচিভ করা জরুরি, এই সফটওয়্যার টা আপনার পক্ষ থেকে ফোন রিচিভ করে আগে থেকে আপনার ধারনক্রিত কথা বলে
দেবে, শুধু তাই না, অন্য পাস থেকে যা বলা হবে তা আবার আপনার জন্য ধারন করে রাখবে
সফটওয়্যার টি। এছাড়াও রয়েছে বিরক্তিকর কলার দের ব্লক করার সুবিধা সহ অনেক কিছু।
সফটওয়্যার টির নাম Advanved Call Manager 2.77.
আগে থেকেই
অ্যাক্টিভ করা আছে তাই লাইচেঞ্চ নিয়ে কোন চিন্তা করা লাগবে না। শুধু ইন্সটল করলেই
কাজ শেষ। সফটওয়্যার টি ওপেন করে Defolt Action এ গিয়ে আপনার ইচ্ছা মত ঠিক করুণ কার্যপ্রণালী এবং
Greetings এ গিয়ে ধারন করুণ
ফোন ধরে কি বলবে সফটওয়্যার টি। অন্য পাশ থেকে যা বলবে তা থাকবে Messages
এর মধ্যে।
0 comments:
Post a Comment